টাঙ্গাইলে বিদ্যুৎ সেবা দিতে ওয়ান স্পট সার্ভিস চালু

নিজস্ব প্রতিনিধিঃ বিদ্যুৎ সাশ্রয় ও মানুষকে তাৎক্ষনিক সেবা দিতে ওয়ান স্পট সার্ভিস চালু করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি। গত তিন দিন ধরে এই সার্ভিস চালু করা হয়েছে। এতে করে জেলা প্রশাসক কার্যালয়ে অর্ধেকেরও কম বিদ্যুৎ সাশ্রয় হয়েছে। এছাড়াও সাধারণ মানুষও তাৎক্ষনিক সেবা পাচ্ছেন।

জেলা প্রশাসক আতাউল গনি বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিদ্যুৎ উৎপাদনের কাঁচামালের দাম অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। রাশিয়ার উপর যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব নিষেধাজ্ঞা দেওয়ায় বিদ্যুৎ উৎপাদনের কাঁচামাল কেনা যাচ্ছে না। এ কারণে বিদ্যুৎ উৎপাদনে কিছুটা ঘাটতি রয়েছে। ঘাটতি মেটানোর জন্য সরকারি নির্দেশনা মোতাবেক বিদ্যুৎ সাশ্রয়ী করার নিমিত্তে অতিরিক্ত জেলা প্রশাসকসহ অন্যান্য যে সব কক্ষে এসি, ফ্যান ও বিদ্যুতিক বাতি জ্বলতো তা বন্ধ করা হয়েছে। জেলা প্রশাসকের কক্ষ বড় হওয়ায় এখানে আমিসহ স্থানীয় সরকারের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ এক জায়গা বসে মানুষকে সেবা দিচ্ছি। এতে বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে এবং মানুষও তাৎক্ষনিক সেবা পাচ্ছেন।’

তিনি আরো বলেন, ‘আগে আমাদের অফিসে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হতো তার অর্ধেকের কম বিদ্যুৎ খরচ হচ্ছে এখন। এছাড়াও আমাদের বাংলাতেও বিদ্যুৎ সাশ্রয় করা হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap