টাঙ্গাইলে ৫ মাসে কোরআনের হাফেজ হলেন এক শিশু এলাকায় আলোড়ন সৃষ্টি

নিজস্ব প্রতিনিধিঃ তকি ওসমানি তাসিন। তার বয়স ১০ বছর। তাসিন তার সহপাঠীদের তাক লাগিয়ে মাত্র ৫ মাসের মধ্যে ৩০ পারা কুরআনের হাফেজ হয়েছেন। এতে এলাকাজুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন শিশুটি। তাসিনের বাড়ি টাঙ্গাইল গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে। তার বাবার নাম বাবুল মাস্টার। তাসিন গোপালপুর দারুল কুরআন মাদরাসার হিফজ বিভাগের ছাত্র।

গত বৃহস্পতিবার (২০ জুলাই) আনুষ্ঠানিকভাবে কোরআন হিফজ শেষ করে সে। ওই দিন তাসিনের সমাপনী কোরআনের সবক শোনেন মাদরসার মোহতামিম হাফেজ জুবায়ের আহমেদ। শনিবার (২৩ জুলাই) দুপুরে হাফেজ হওয়ার বিষয়টি মাদারিয়া ইমান আলী বাইতুল কুরআন মাদরাসা পরিচালক শেখ মাহাদী হাসান শিবলী ঢাকাপ্রকাশকে নিশ্চিত করেছেন।

হাফেজ তাসিনের বাবা বাবুল মাস্টার বলেন, ছোট থেকেই আরবি শেখার প্রতি বেশ মনোযোগ ও আগ্রহ ছিল। তা দেখে শিশুদের জন্য আরবি শিক্ষার বই কিনে দেই তাকে। পরে স্থানীয় মাদরাসায় তাকে ভর্তি করে দেই। ভর্তি করার ৫ মাসের মধ্যেই কুরআনের হাফেজ হয়। শিশু বয়সে কুরআনে হাফেজ হওয়ায় আমাদের অনেক ভাল লাগছে।

তকি উসমানি তাসিনের মা ও শিশুটির মামা হাফেজ কারী ওমর ফারুকসহ স্বজনরা বলেন, আর সেখানে মাত্র ৫ মাসে কুরআনে হাফেজ হয়েছে তাসিন। তাদের আশা, তাসিন একসময় বড় আলেম হবে এবং দুনিয়া ব্যাপী ইসলামের খেদমত করবে। এছাড়া তারা নানা মাওলানা আব্দুল করিম তাসিনের সুন্দর ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এ বিষয়ে গোপালপুর দারুল কোরআন মাদরাসার হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ ঢাকাপ্রকাশ-কে বলেন, অল্প বয়সে শিশু তাসিন কুরআনের হাফেজ হওয়ায় আমরা গর্ববোধ করছি। তার এমন প্রতিভায় মুগ্ধ আমরা। তাসিনের কুরআনের পড়া শুনতে আশপাশের লোকজন আসছে। তার পড়াশোনায় সব ধরণের সহযোগিতা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap