গোপালপুরে সারা বছর রাতদিন জ্বলতে থাকে প্রাণী সম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতাল এর বাতি

নিজস্ব প্রতিনিধিঃ দেশ জুড়ে চলছে বিদ্যুৎ সংকট। সরকার প্রধান বিদ্যুৎ সাশ্রয়ের কঠোর তাগিদ দিয়েছেন। এ নির্দেশ পালন করছেন উপজেলা প্রশাসন। টহল টিমের মাধ্যমে রাত ৮টার মধ্যে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, সড়ক বাতি এমনকি লাইটিং সাইনবোর্ড পর্যন্ত বন্ধ করে দিয়েছেন।

কিন্তু টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদ চত্বরের প্রাণী সম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতাল ভবনের ভিতর বাইরের সব সিকিউরিটি বাতি টানা তিন দিন ধরে জ্বলছে।

গত বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুর ২টায় প্রাণী সম্পদ কর্মকর্তা শরীফ আব্দুল বাছিদ অফিস ত্যাগের সময় তিন তলা ভবনের ভিতরে ৩টি এবং বাইরের ৪টি লাইট জ্বালিয়ে চলে যান। শনিবার বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত এসব বাতি বিরতিহীনভাবে জ্বলতে দেখা যায়।

অফিস সংলগ্ন দোকানদাররা জানান, শুধুমাত্র লোডশেডিং ছাড়া এ ভবনের বাতি কখনোই বন্ধ হয় না। সারা বছর এসব বাতি রাতদিন জ্বলতে থাকে।

অফিস সহকারি আব্দুস সাত্তার জানান, মাস্টার রোলের কর্মচারি মমতা বেগমের হয়তো সুইচ অফ করার খেয়াল নেই।

প্রাণী সম্পদ কর্মকর্তা শরীফ আব্দুস বাছিদ জানান, অফিসে ৫জন স্টাফের পদ দীর্ঘ দিন ধরে শূণ্য। ফলে অফিসের কাজ চালানো দূরহ হয়ে পড়েছে। ভুলক্রমে হয়তো বাতি বন্ধ করা হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক ছুটিতে থাকায় প্রশাসনের প্রতিনিধি হিসাবে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি খুবই দুঃখজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap