ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাবার মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ী প্রেসক্লাব এর সাধারণ সস্পাদক ও দৈনিক সমকাল পত্রিকার ধনবাড়ী উপজেলা প্রতিনিধি আনছার আলীর বাবা হাসমত আলী আর নেই। ইন্না-লিল্লাহ……..রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

রবিবার (২৪ জুলাই) রাত ৮ টায় উপজেলার মুশুদ্দি ইউনিয়নের মশুদ্দি কামাড়পাড়া নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সে দীর্ঘদিন ধরে নানা অসুস্থতায় ভুগছিলেন।

সোমবার (২৫ জুলাই) বাদ জোহর নামাজের পর তার নিজ গ্রামের পারিবারিক কবরস্থান প্রাঙ্গণে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে। মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আনছার আলীর বাবা হাসমত আলীর মৃত্যুতে উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরাম, ধনবাড়ী ও মধুপুর প্রেসক্লাবসহ গণমাধ্যমকর্মী, উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল, স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন এবং সুধীজনরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap