সখীপুর প্রতিনিধিঃ কারাগারে থাকা টাঙ্গাইলের সখীপুর উপজেলার ভুয়াইদ কারিগরি এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মেহেদি হাসান জুয়েলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সাধারণ সভায় বিদ্যালয়ের দাতা সদস্য এবং ওই সভার সভাপতি মুহাম্মদ আলী স্বাক্ষরিত একটি রেজুলেশনে তাকে সাময়িক বরখাস্তের সুপারিশ করা হয়। প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ মামলায় কয়েকমাস ধরে কারাগারে রয়েছেন অধ্যক্ষ জুয়েল।
এ বিষয়ে ওই সভার সভাপতি মুহাম্মদ আলী বলেন, অধ্যক্ষ মেহেদি হাসান প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ মামলায় কয়েকমাস ধরে কারাগারে রয়েছেন।
তিনি প্রতিষ্ঠানের নানা অনিয়মে জড়িত। সাধারণ সভায় সিদ্ধান্তক্রমে অধ্যক্ষ জুয়েলকে সাময়িক বরখাস্তের সুপারিশ করে বিভিন্ন দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে। অন্যদিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে রফিকুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়।
Leave a Reply