নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে নাগরপুরে শিশুকে ধর্ষণের ঘটনায় মামলায় দায়ের হওয়া মামলায় লিয়াকত আলী (৫৮) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক।
সোমবার (২৫ জুলাই) দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত লিয়াকত নাগরপুর উপজেলার চেচুয়াজানী গ্রামের মৃত নয়ন আলীর ছেলে।
ট্রাইব্যুনালের এপিপি মোহাম্মদ আব্দুল কুদ্দুস জানান, ২০১৫ সালের ২১ মার্চ বিকেল বাড়ির পাশে খেলা করছিল ১০ বছরের এক মেয়ে শিশু। এসময় লিয়াকত বড়ই দেওয়ার কথা বলে শিশুটিকে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে কাউকে না বলার কথা বলে ঘরে থেকে বের করে দেন। ভুক্তভোগী পরের দিন পরিবারের লোকজনকে জানালে শিশুটির দাদা আব্দুল আওয়াল বাদী হয়ে নাগরপুর থানায় ধর্ষণ মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা নাগরপুর থানার এসআই আব্দুল হক তদন্ত শেষে ২০১৫ সালের ১৩ জুলাই আসামি লিয়াকত আলীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
Leave a Reply