টাঙ্গাইলে বিদ্যুৎ বিভা‌গের ভুল মামলায় জা‌মিন পে‌লেন সনীল কোচ (৩৯)

নিজস্ব  প্র‌তি‌নি‌ধিঃ বিদ্যুৎ বিভা‌গের করা ভুল মামলায় জা‌মিন পে‌লেন দিনমজুর সনীল কোচ (৩৯)। মঙ্গলবার ম্যা‌জি‌স্ট্রেট ( যুগ্ম জেলা ও দায়রা জজ) বিদ্যুৎ আদালত টাঙ্গাই‌লে সুনী‌ল কো‌চের জা‌মিন আ‌বেদন ক‌রেন অ্যাড‌ভো‌কেট মাহমুদা আক্তার মু‌ন্নি। শুনা‌নি শে‌ষে আদাল‌তের ম্যা‌জি‌স্ট্রেট বেগম রি‌জোয়ানা র‌শিদ সুনী‌ল কো‌চের জা‌মিন মন্জুর ক‌রেন। অ্যাড‌ভো‌কেট মাহমুদা আক্তার ম‌ন্নি সুনী‌লের জা‌মি‌নের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন।

এ‌দি‌কে টাঙ্গাই‌লের জেলা প্রশাসন সুনী‌লের বিরু‌দ্ধে বিদ্যুৎ বিভা‌গের করা মামলা ও তাঁর বারবার গ্রেপ্তার হওয়ার বিষয়‌টি তদ‌ন্তের জন্য অ‌তি‌রি‌ক্ত জেলা ম্যা‌জি‌স্ট্রেট সৈয়দ মাহমুদ হাসান‌কে প্রধান ক‌রে তিন সদ‌স্যের ক‌মি‌টি গঠন ক‌রে‌ছেন টাঙ্গাইল জেলা প্রশাসক  ।

এ ব্যাপারে টাঙ্গাইল  জেলা প্রশাসক মো.আতাউল গ‌নি ব‌লেন, দিনমজুর সুনী‌লের বিরু‌দ্ধে করা মামলায় তাঁর মৌ‌লিক অ‌ধিকার ও মানবা‌ধিকার ক্ষুন্ন হ‌য়ে‌ছে কিনা তা খ‌তি‌য়ে দেখ‌তে তিন সদ‌স্যের ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। তি‌নি ব‌লেন, বিষয়‌টি নজ‌রে আসার পর থে‌কেই জেলা প্রশাসন উ‌দ্বিগ্ন এবং সুনী‌লের জা‌মি‌নের ব্যাপ‌রে তৎপর ছিল।

সুনী‌লের স‌হোদর অনীল কোচ (৪৩) জানান আমার ভাই সুনী‌লের বা‌ড়ি‌তে বিদ্যুৎ সং‌যোগ ছিলনা। তি‌নি ব‌লেন, আমার ভাই‌য়ের না‌মে মামলা হওয়ায় আ‌মি যতোটা কষ্ট পে‌য়ে‌ছি আমার না‌মে মামলা হ‌লেও ত‌তোটা কষ্ট পেতামনা।

উ‌ল্লেখ্য, প্রায় সা‌ড়ে তিন বছর আ‌গে অ‌বৈধ বিদ্যুৎ সং‌যো‌গের অ‌ভি‌যো‌গে উপ‌জেলা কাল‌মেঘা গ্রা‌মের অনীল কো‌চের প‌রিব‌র্তে ভুল ক‌রে তাঁর ভাই সুনী‌ল কো‌চের না‌মে মামলা ক‌রে স্থানীয় বিদ্যুদ বিভাগ। ১৮ সা‌লের ২০ সে‌প্টেম্বর গ্রেপ্তার হ‌য়ে‌ছিল সুনীল। র‌বিবার রা‌তে ফের গ্রেপ্তার হন সুনীল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap