টাঙ্গাইলে ইউপি নির্বাচনে দুইটিতে নৌকা এবং দুইটিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

নিজস্ব প্রতিনিধিঃ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে টাঙ্গাইল সদর উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে দুইটি জয়লাভ করেছে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী ও দুইটি ভরাডুবি হয়েছে। আর এ দুই ইউপিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।

বুধবার (২৭ জুলাই) সকাল ৮ টা থেকে ইলেক্ট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এ বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। পরে গণনা শেষে রাতে বেসরকারি ফলাফলে এ তথ্য পাওয়া যায়।

চার ইউনিয়নে বিজয়ীরা হলেন, কাকুয়া ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদিউজ্জামান ফারুক (নৌকা), কাতুলী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ইকবাল হোসেন (নৌকা), সিলিমপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সুজায়েত হোসেন (চশমা) ও মাহমুদনগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আসলাম হোসেন (চশমা)।

সকালে থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হলেও ইভিএমের কারণে কিছু কিছু কেন্দ্রে ধীরগতিতে ভোট গ্রহণ হয়। ৪ ইউপি নির্বাচনে ২ প্লাটুন বিজিবি, ৪৯০ জন পুলিশ সদস্য ও র‌্যাবসহ বিপুল সংখ্যাক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল।

এ প্রসঙ্গে টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। চার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ভোটার ছিল ৭৬ হাজার ৪৪৫ জন। শতকরা ৭০ ভাগের উপরে ভোট পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap