ভূঞাপুরে আওয়ামী সেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধিঃ আনন্দ-উল্লাসে টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামী সেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে নিকরাইল ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগ। বুধবার (২৭ জুলাই) রাতে উপজেলার নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এরআগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা করেন নেতা-কর্মীরা।

এছাড়াও মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা সজীব ওয়াজেদ জয়ের শুভ জন্মদিনও পালন করে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠন।

উপজেলা আওয়ামী সেচ্ছাসেববক লীগের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল মোমেন সরকারের সভাপতিতে কেট কাটা ও আলোচনা সভায় নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. আব্দুল করিম (মেম্বার), নিকরাইল ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক নয়ন সরকার প্রমুখসহ সহযোগি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap