-
- অন্যান্য, ক্যাম্পাস, টাংগাইল, টাংগাইল সদর
- সরকারী সা’দত কলেজের ইতিহাস বিভাগের দূরদর্শী রাজনীতির সোপন শিরোনামে সেমিনার -২০২২ অনুষ্ঠিত
- প্রকাশের সময় : জুলাই, ৩০, ২০২২, ২:৪২ অপরাহ্ণ
- 72 বার পড়া হয়েছে
কলেজ প্রতিনিধিঃ টাঙ্গাইলের করটিয়া আলিগর খ্যাত সরকারি সা’দত কলেজের ইতিহাস বিভাগের ছয়দফা দাবি উত্থাপন ; দূরদর্শী রাজনীতির সোপন শিরোনামে সেমিনার -২০২২ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় কলেজের সেমিনার কক্ষে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর সুব্রত নন্দী।
এসময় বক্তারা বলেন,পশ্চিম পাকিস্তানের শোষন ও বৈষম্য থেকে পূর্ব পাকিস্তানের জনগনের অধিকার আদায়ের লক্ষ্যে বঙ্গবন্ধু ছয়দফা দাবি উত্থাপন করেন। এটি ছিল বাঙ্গালী জাতির মুক্তির সনদ। তৎকালিন প্রেক্ষাপটে পূর্ব পাকিস্তানের জনগনের স্বাধিকার অর্জনের সাথে ছয় দফার বিকল্প ছিলো না।
প্রফেসর সুফিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন ছিলেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড.তাহমিনা খান এবং প্রবন্ধের মূখ্য আলোচক ছিলেন অধ্যাপক আ.এ.শেখ মোঃ আছরারুল হক চিশতি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সা’দত কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মৃদুল চন্দ্র পোদ্দার, রোটারিয়ান, ড.মুহা.তৌহিদুল ইসলাম সহ ইতিহাস বিভাগের সকল প্রফেসর ও শিক্ষার্থীবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
Leave a Reply