নিজস্ব প্রতিনিধিঃ মেঝেতে পড়েছিল বাবার লাশ। এ দেখে কান্না করছিল ৭ মাস বয়সি এক শিশু কন্যা। শিশুটির কান্নার শব্দে আশপাশের লোকজন ঘরে প্রবেশ করে সাইদের লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এমন ঘটনা ঘটনা ঘটেছে টাঙ্গাইলের পৌর শহরের বিশ্বাস বেতকা ধোপাপাড়া এলাকায়। উদ্ধার ব্যক্তির নাম আবু সাইদ (৩৫)।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে ওই এলাকার হুমায়নের ভাড়া দেওয়া বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় মরদেহের পাশে ৭ মাসের আবু সাইদের এক কন্যা শিশু সন্তান পাওয়া গেলেও পলাতক রয়েছেন তার স্ত্রী হৃদয় ভানু (৩৪)
আবু সাঈদ টাঙ্গাইল সদর উপজেলার উত্তর তারুটিয়ার ওমর আলীর ছেলে। পলাতক হৃদয় বানু হবিগঞ্জের বাহুবল উপজেলার জয়তুন নেছার মেয়ে।
স্থানীয়রা জানায়, আবু সাইদ তার প্রথম ঘরের স্ত্রী-সন্তান রেখে হৃদয় ভানু নামে এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন। হৃদয় ভানুর ইতোপূর্বে এক যুবকের সাথে বিয়ে হয়েছিল।
সম্প্রতি গত ৬ মাস আগে শহরের বিশ্বাস বেতকা ধোপাপাড়া এলাকায় তারা দুজনে জনৈক হুমায়ুনের বাসা ভাড়া নেয়। সেখানে হৃদয় ভানু এক কন্যা শিশু নিয়ে বসবাস করতেন তারা। মাঝে মাঝে আবু সাইদ ওই বাসায় এসে থাকতেন।
টাঙ্গাইল সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আবু সাইদকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী হৃদয় ভানু পলাতক আছে। মরদেহের ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply