নিজস্ব প্রতিনিধিঃ “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরেও ৭ দিন ব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহ পালন সমাপ্ত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৯ জুলাই) সকালে উপজেলা গোবিন্দাসীছবি নৌকা ঘাটে মৎস্য সপ্তাহের মূল্যায়ন এ সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ থেকে ২৯ জুলাই পর্যন্ত এ মৎস্য সপ্তাহ পালন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর।
সমাপনীতে ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই ইউনুছ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন-উপজেলা মৎস্য কর্মকর্তা এ.টি.এম সামসুজ্জামান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামাণিক, গাবসারা ইউপি চেয়ারম্যান শাহ আলম আকন্দ শাপলা, ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) হাবিবুর রহমান, মৎস্য প্রতিনিধি মুক্তার হোসেন প্রমুখ।
Leave a Reply