নিজস্ব প্রতিনিধিঃ দেশব্যাপী ছড়িয়ে পড়েছে স্বেচ্ছাসেবী সংগঠন “বিডি ক্লিন” এর কার্যক্রম। এরই ধারাবাহিকতায় গত ২৯ জুলাই সখিপুরের একদল তরুন স্বেচ্ছাসেবী সখিপুর উপজেলা পরিষদে পরিচ্ছন্ন অভিযান শুরু করে।
এপ্রসঙ্গে “বিডি ক্লিন সখিপুর” এর টিম লিডার মাহমুদুল হাসান মারুফ বলেন স্বপ্নের পথ চলা শুরু হলো বিডি ক্লিন সখিপুরের। বৃষ্টি কিছুটা থমকে দিলেও এই বাধাকে পিছনে ফেলে অদম্য সব তরুনরা একত্রিত হয়েছে সখিপুরবাসীকে পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দিতে।পরিচ্ছন্ন মানসিকতায় গড়ে ওঠুক পরিচ্ছন্ন সখিপুর নগরী
তথা বাংলাদেশ। বিশুদ্ধ বায়ুতে ভরে উঠুক প্রানের সখিপুর। যত্রতত্র ময়লা না ফেলে ডাস্টবিনের যথাযথ ব্যবহার এবং মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্য । প্রসঙ্গত বিডি ক্লিন সখিপুর প্রতি শুক্রবারেই পরিচ্ছন্ন অভিযান কার্যক্রম পরিচালনা করবে।
বিডি ক্লিন সখিপুরের আইটি এন্ড মিডিয়া এর আখিরুল ইল্লিন বলেন আমাদের কার্যক্রমের মাধ্যমে আমরা সখিপুরবাসীকে সচেতন করতে চাই। পরিবেশ সম্মত ও পরিপাটি সখিপুর গড়াই আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য।
বিডি ক্লিন সখিপুরের আরেক সদস্য নোভা বলেন বেশকিছুদিন ধরে সখিপুরের বেহাল অবস্থা দেখছিলাম। সবাই যত্রতত্র ময়লা ফেলে। তাই আমরা আমাদের কার্যক্রমের মাধ্যমে সবাইকে সচেতন করতে চাই।
কার্যক্রমটির পৃষ্ঠপোষকতায় ছিলেন বিডি ক্লিন টাংগাইলের অতিরিক্ত সমন্বয়ক রাকিবুল হাসান শান্ত। তাছাড়াও পরিচ্ছন্ন অভিযানে অংশগ্রহণকারী সদস্যরা হলেন ফাহিম মাহমুদ, সাব্বির, মীরা,তুহিন, শিশির,হীমু, তানহা, সাকিব, মোরসালিন।
পরিচ্ছন্ন সখিপুর গড়তে সবাইকে “বিডি ক্লিন সখিপুর ” এর সাথে যুক্ত হওয়ার আহ্বান রইলো।
Leave a Reply