নিজস্ব প্রতিনিধিঃ বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও টাঙ্গাইল জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (ধনবাড়ী-মধুপুর) আসনে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী হলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি সারা বিশ্বের গণতন্ত্রের প্রতীক ও মজলুম নেত্রী এবং গণতন্ত্রের জন্য জীবন্ত কিংবদন্তি। আমি বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করছি।
শনিবার বিকাল ৪ টায় টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা বিএনপির নব-নির্বাচিত নেতৃবৃন্দদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও তাঁর আত্মার মাগফিরাত কামনা এবং মোনাজাত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে বর্তমান ফ্যাসিস্ট সরকার বিনা অপরাধে গৃহবন্দি করে রেখেছেন। যার ফলে তিনি (বেগম খালেদা জিয়া) গুরুতর অসুস্থ অবস্থায় দীর্ঘদিন যাবৎ গৃহবন্দি হয়ে জীবনযাপন করছেন। আমরা আমাদের নেত্রীকে নিঃশর্ত মুক্তি দেয়াসহ তাকে বিদেশে সু-চিকিৎসার ব্যবস্থার জন্য সরকারকে অনুরোধ করছি।
ফকির মাহবুব আনাম স্বপন আরও বলেন, তার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল প্রকার মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রতিহিংসা মূলক ফরমায়েশি সাজা বাতিলের দাবি করছি।
Leave a Reply