নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে নিজ ঘর থেকে শওকত আলী(৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার, (৩০ জুলাই) আনুমানিক সকাল ১১ টার দিকে সখীপুর পৌর এলাকার ৬নং ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শওকত আলী ঐ এলাকার মতিয়ার রহমানের ছেল।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১ টার দিকে শওকত আলীর ছেলে তার বাবার লাশ ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখে চিৎকার চেচামেচি শুরু করে। পরে পরিবার ও আশেপাশের লোকজন এগিয়ে এলে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশ জানায় তবে কি কারণে শওকত আত্নহত্যা করেছে তাৎক্ষনিক কেউ কোনো কিছু বলতে পারেনি ।
সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
Leave a Reply