নিজস্ব প্রতিনিধিঃ জামালপুর র্যাব-১৪, সিপিসি-১ এর অভিযানে সদর থানাধীন বৈরাগির বাজার হতে পার্শবর্তী জেলা টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার দুই মাদক ব্যবসায়ী মরনঘাতি মাদক হেরোইন সহ আটক করা হয়েছে।
র্যাব-১৪ এর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গতকাল দুপুর ২ টার দিকে সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানা এর উপস্থিতিতে র্যাবের একটি আভিযানিক দল জামালপুর জেলার সদর থানাধীন শংকরপুর গ্রামস্থ বৈরাগির বাজারের জনৈক মোঃ মুমিনুর রহমান এর লন্ডীর দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে হেরোইনসহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীগণ ১। মোঃ রাব্বি মিয়া (২৪), পিতা-মোঃ হানিফ মিয়া, সাং-ধোপাখালী, ২। মোঃ মাসুদ (২৫), পিতা মোঃ আহম্মদ আলী, সাং-কয়াপাড়া, উভয় থানা-ধনবাড়ী, জেলা-টাঙ্গাইলদের নিকট হতে ০৫ (পাঁচ) গ্রাম হেরোইন, ০৩ টি মোবাইল সেট (সীমসহ) এবং নগদ ৪০০/- (চারশত) টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ জামালপুর জেলার সরিষাবাড়ী থানাধীন বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ এবং নিজে মাদক সেবন করে আসছিল।
উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply