কালিহাতীতে বাবাকে হত্যায় ছেলে আটক

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে মানসিক প্রতিবন্ধি ছেলে রাশেদ (৩০)। আজগর আলী (৬৫) বাবাকে হত্যার পর রাতভর মরদেহের পাশেই বসে থাকে সে। পরে তিনি নিজেই ইমামকে দিয়ে স্থানীয় মসজিদে হত্যার বিষয়টি প্রচার করাতে চাইলে রাশেদকে আটক করে জনতা।

সোমবার (১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পাঁচ চারান এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২ আগস্ট) সকালে পুলিশ গিয়ে আলী আজগর আলীর মরদেহ উদ্ধার এবং পরে রাশেদকে গ্রেপ্তার করে।

এ প্রসঙ্গে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, রাশেদ মানসিক ভারসাম্যহীন যুবক। রাতে হঠাৎ করেই কুড়াল দিয়ে তার বাবা আজগর আলীকে কুপিয়ে হত্যা করে।

তিনি আরও জানান, পরে রাশেদ স্থানীয় একটি মসজিদে গিয়ে ইমামকে জানায় যে সে তার বাবাকে হত্যা করেছে আপনি একটু মাইকে প্রচার করেন। এ সময় ইমাম স্থানীয়দের সহযোগীতায় রাশেদকে আটক করে পুলিশে খবর দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap