নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে সাংবাদিকরা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। সোমবার বিকেলে সখীপুর প্রেসক্লাবের সামনে তারা এ কর্মসূচি পালন করে।
প্রথম আলোতে সংবাদ প্রকাশের জের ধরে গতকাল দুপুরে সখীপুর প্রেসক্লাবের সভাপতি ও প্রথম আলোর প্রতিনিধি ইকবাল গফুরের কুশপুত্তলিকা দাহের প্রতিবাদে গতকাল বিকেলে সখীপুর প্রেসক্লাব মৌন মিছিল কর্মসূচি পালন করে।
জানা যায়, গত শনিবার দৈনিক প্রথম আলোতে শিক্ষকের টাকায় সংবর্ধনা শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হওয়ার পর সখীপুর মুখতার ফোয়ারা চত্বরে প্রতিবাদ সভা ও সাংবাদিকের কুশপুত্তলিকা দাহ করে নতুন এমপিও হওয়া ১১ শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যানারে।
Leave a Reply