নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করে চৌকিদার (গ্রামপুলিশ) লাল মিয়া এখন বাড়িছাড়া। ঘটনাটি ঘটেছে উপজেলার সাগরদীঘি ইউপিতে। এতে তাকে চরম নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।
লাল মিয়া সাগরদিঘী ইউনিয়নের কামালপুর গ্রামের দিনমজুর হযরত আলীর ছেলে।
চৌকিদার লাল মিয়া জানান, ‘ইউপি চেয়ারম্যান হেকমত সিকদার দায়িত্ব গ্রহণের পর থেকে নানা অনিয়ম আর সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে বেপরোয়া হয়ে ওঠেন। পক্ষান্তরে আমি তার অধীনে একজন সামান্য চৌকিদার। আমি সরকারের একজন ভাতাভোগী কর্মচারী হওয়ায় দায়িত্ববোধ থেকেই চেয়ারম্যানের নানা অনিয়ম দুর্নীতি আর অর্থ আত্মসাতের বিষয়ে লিখিতভাবে স্থানীয় প্রশাসনকে জানাই। এতে কোনো কাজ না হওয়ায় টাঙ্গাইল আদালতে একটি ফৌজদারি মামলা করি। মামলাটি আদালতে চলমান রয়েছে।
মামলা করায় সিকদার বাহিনী আমাকে মামলা তুলে নিতে বলছে অন্যথায় মেরে ফেলার হুমকি দিচ্ছে। এতে আমি জীবনের নিরাপত্তাহীন হয়ে পড়ায় থানায় একটি সাধারণ ডায়রি করি।’
এ ব্যাপারে অভিযুক্ত চেয়ারম্যান হেকমত সিকদার উলটো চৌকিদারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘তার বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রি করার অভিযোগ রয়েছে। আমি এর প্রতিরোধ করায় অন্যের প্ররোচনায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।’
Leave a Reply