নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে কৃষি জমিতে রোয়া লাগাতে গিয়ে আব্দুল আলিম (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৩ আগস্ট) দুপুরে আলোকদিয়া ইউনিয়নের চাঁপারকোণা গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। আব্দুল আলিম ওই গ্রামের মৃত তসর আলীর বড় ছেলে।
মৃত আব্দুল আলিমের ভাতিজা আয়নাল হক ও স্থানীয়রা জানান, সকালে নাস্তা খেয়ে বাড়ির পশ্চিম পাশে মাঠে রোয়া লাগানোর যায়। দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত পড়লে চাচা সাথে সাথেই অজ্ঞান হয়ে রোয়া ক্ষেতে পড়ে যায়।
এ সময় আমরা কয়েকজন ডাকা ডাকি করে দৌড়ে এসে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
Leave a Reply