ক্রিড়া ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের আসন্ন টেস্ট সিরিজের জন্য বুধবার (৯ ফেব্রুয়ারি) দল ঘোষণা করেছে পাকিস্তান।
দলে নতুন মুখ হারিস রউফ, ৮ ওয়ানডে ও ৩৪ টি-টোয়েন্টি খেললেও এখনো সাদা পোশাক গায়ে দেওয়া হয়নি এই বোলারের। গত বছর দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে থাকলেও অভিষেক হয়নি তার।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দলে থাকা অফস্পিনার বিলাল আসিফ বাদ পড়েছেন। ১৬ জনের মূল দলের বাইরে পাঁচজনকে রিজার্ভে রেখেছে পাকিস্তান, তারা হলেন কামরান গুলাম, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, সরফরাজ আহমেদ ও ইয়াসির শাহ।
পিসিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, টেস্ট দলে নাম লেখানো যেসব খেলোয়াড় পিএসএলে খেলছেন না, তারা ট্রেনিং ক্যাম্পে যোগ দিতে আগামী ১৬ ফেব্রুয়ারি করাচি জাতীয় স্টেডিয়ামে হাজিরা দিবেন।
৪ মার্চ রাওয়ালপিন্ডিতে হবে প্রথম টেস্ট। বাকি দুটি ম্যাচ ১২ ও ২১ মার্চ যথাক্রমে করাচি ও লাহোরে।
পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস রউফ, হাসান আলী, ইমাম উল হক, মোহাম্মদ নওয়াজ, নওমান আলী, সাজিদ খান, সৌদ শাকিল, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, জাহিদ মাহমুদ।
রিজার্ভ: কামরান গুলাম, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, ইয়াসির শাহ।
Leave a Reply