নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নির্মানাধীন বঙ্গবন্ধু রেল সেতুর ওটিজি কম্পানির সাইট চিফ অফিসার শাহ আব্দুল মঈন(৩৫) নিহত হয়েছেন। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার-ইন-চার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহ আব্দুল মঈন নরসিংদীর পলাশ উপজেলার চর সিন্দুর এলাকার শাহ মোমেনের ছেলে। তিনি নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলসেতুর সাইট চিফ ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, সকালে বঙ্গবন্ধুসেতু পূর্ব রেল স্টেশন এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান শাহ আব্দুল মঈন। এ সময় পেছন থেকে একটি গাড়ি তাকে চাপা দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply