নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে প্রাথমিক শিক্ষক সমিতির বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মানববন্ধন করেছে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
তাদের বিরুদ্ধে বড় ধরনের অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ এনে এ মানববন্ধন করা হয়। ৪ আগষ্ট, বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার নিজস্ব ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষকের উপস্থিতিতে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক নেতারা বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের দুর্নিতীর বিভিন্ন চিত্র তুলে ধরেন। এ সময় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘাটাইল শাখার সাবেক সম্পাদক শফিকুল ইসলাম বলেন, এই সমিতির বর্তমান কমিটির সদস্যরা কমপক্ষে ৩৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন। তাঁরা ৩৪ মাসে ৭০ লাখ টাকা ব্যয় দেখিয়েছেন। একটি পিকনিকের খরচ দেখিয়েছেন প্রায় ১৫ লাখ টাকা। সাবেক সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন সেলিম বলেন, ‘এই কমিটির সদস্যরা শিক্ষক সমিতির অফিসে নিয়মিত জুয়ার আসর বসান।
পাঠদান বাদ দিয়ে তাঁরা শিক্ষা অফিসের দালালি করেন। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শিক্ষকদের প্রাণপ্রিয় সংগঠনটি তাঁরা ধ্বংস করে ফেলছেন। আমরা তাঁদের অনিয়মের ব্যাপারে প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছি।’ উপস্থিত বক্তারা আরো বলেন,’২০১০ সালের কমিটি সমিতির কোষাগারে প্রায় ২৭ লক্ষ টাকা, ২০১৫ সালের কমিটি সমিতির কোষাগারে ৬১লক্ষ টাকা রেখে যায়। বর্তমানে সমিতির কোষাগার এ মাত্র ৫৪লক্ষ টাকা আছে।বর্তমান এডহক কমিটি ৩৪ মাসে বিভিন্ন খাত থেকে প্রায় ৭০ লক্ষ টাকা আয় করে যার প্রায় সম্পুর্ন ব্যায় করে যা সম্পুর্ন অনিয়ময় ও অর্থ আত্মসাৎ এর সামিল। ২০২০ইং সালের ১০ডিসেম্বর নিয়ম বহির্ভূত ভাবে ৩ লক্ষ টাকা উত্তোলন করে ব্যক্তিগত কাজে ব্যবহার করে। এক পিকনিকের খরচ দেখান প্রায় ১৫ লক্ষ টাকা।’
এসময় আরো বক্তব্য রাখেন ঘাটাইল পৌরসভার সাবেক মেয়র শহিদুজ্জামান খান ভিপি শহিদ, ঘাটাইল উপজেলা শাখার সাবেক ছাত্রলীগ সভাপতি আবু মান্নাফ ছানা, ঘাটাইল জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি আবু সাইদ রুবেল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, টাঙ্গাইল জেলা শাখার নির্বাহী সভাপতি হুমায়ুন কবির, সাবেক সিনিয়র সহসভাপতি অর্চনা পাল, টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, পরিকল্পনা সম্পাদক হুসাইন আলম খোকন, প্রচার সম্পাদক সাইদুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহ আলম, উপজেলা শাখার সদ্য পদত্যাগকৃত সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন সেলিম, সদ্য পদত্যাগকৃত সহসভাপতি রশিদুল ইসলাম, রতনপুর সপ্রাবি এর প্রধান শিক্ষক নজরুল ইসলামসহ সোহেল রানা, আয়নাল হক প্রমুখ।
কর্মসূচিতে উপস্থিত শিক্ষকবৃন্দ অভিযুক্ত কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের জন্য সাত দিনের আলটিমেটাম দিয়ে মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply