নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে নদীতে নিখোঁজ মারিয়ার মরদেহ উদ্ধার হয়েছে। মারিয়া (২) কালিহাতী পৌর এলাকার হরিপুর পশ্চিম পাড়া গ্রামের ট্রাক চালক মিঞ্জুর মেয়ে।
গতকাল রবিবার ভোর ৬টায় উপজেলার নাগবাড়ী ইউনিয়নের কোনাবাড়ী এলাকায় ঝিনাই নদীতে স্থানীয়রা শিশুর মরদেহটি ভাসতে দেখে উদ্ধার করেন। খবর পেয়ে স্বজনেরা গিয়ে মরদেহটি শনাক্ত শেষে বাড়িতে নিয়ে আসে।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বাড়ির সংলগ্ন ঝিনাই নদীতে বোতল নিয়ে খেলতে গিয়ে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয় দুই চাচাতো বোন শিশু মারিয়া ও বর্ষা।
নিহত বর্ষার ও নিখোঁজ মারিয়ার দাদা চাঁন মিয়া জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় দুই চাচাতো বোন বর্ষা ও মারিয়া বোতল দিয়ে বাড়ির উঠানে খেলতে ছিল। হঠাৎ করে তাদেরকে না দেখতে পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি করার পর নদীর ঘাটে তাদের বোতল দুটি ভাসতে দেখা যায়।
Leave a Reply