গোপালপুরের ওসি মোশারফ হোসেন টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন। গেল জুলাই মাসে মাদক উদ্ধার, মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট, তামিল, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও ভাল কাজের স্বকৃীত স্বরুপ এবং অভিন্ন মানদন্ডে তাকে ক্রেস্ট-সনদ সম্মাননা দেওয়া হয়েছে।

রবিবার (৭ আগস্ট) টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ওসি মোশারফ হোসেনের হাতে উপহার দেন।

এ প্রসঙ্গে মোশারফ হোসেন বলেন, এটা আমার একা কৃতিত্ব নয়। থানার সকল অফিসার ও ফোর্সদের কৃতিত্ব। আগামীতেও পুলিশ সুপার ও গোপালপুর সার্কেল মো. সোহের রানার নির্দেশক্রমে সর্বোচ্চ চেষ্টা করে গোপালপুরবাসী মানুষের সেবায় নিয়োজিত থাকবো। সকলের সহযোগিতা কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap