নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে সাগরদিঘি বাজারে দুর্নীতিবিরোধী মানববন্ধনে ইউপি চেয়ারম্যানের হামলার ঘটনায় মামলা হয়েছে। গত রোববার সাগরদিঘি ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. হাবিবুল্লাহ বাদী হয়ে ৩৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন। তবে মামলায় সাগরদিঘি ইউপি চেয়ারম্যান হেকমত সিকদারকে আসামি করা হয়নি।
পুলিশ ইতিমধ্যে সাতজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।
মামলার বিবরণ থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার উপজেলার সাগরদিঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত সিকদারের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় বাসিন্দারা। পরে শান্তিপূর্ণ মানববন্ধনে চেয়ারম্যান হেকমত সিকদারের নেতৃত্বে হামলা করা হয় বলে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন।
এ হামলায় মামলার বাদী হাবিবুল্লাহসহ খোরশেদ আলম (৩৪), মো. জসিম (৩১), মো. রসুল (৪২) ও সাবান আলী (৫৫) নামে পাঁচ ব্যক্তি আহত হন। এ সময় একটি অটোরিকশা, মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
এদিকে মামলার পর পরই সাগরদিঘির বিভিন্ন এলাকা থেকে গতকাল রোববার দুপুর পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাজমুল হোসেন, মোশারফ হোসেন, রফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক, সাজ্জাদ হোসেন, রঞ্জু মিয়া ও মো. সবুজ।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার বলেন, ওই ঘটনায় করা মামলায় সাতজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply