নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী।
উপজেলার ছোটচওনা ঢনঢনিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। সোমবার সকাল ১১ টায় বিদ্যালয় ক্যাম্পাসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষকের বিরুদ্ধে তথ্য গোপন করে নিয়োগ পক্রিয়া সম্পন্ন করার প্রতিবাদ জানিয়ে সমাবেশে বিদ্যালয়ের জমিদাতা সদস্য ফরহাদ সরকারের সভাপতিত্বে স্থানীয় ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন, ইউপি সদস্য মোজাম্মেল হক, সমাজ সেবক আসলাম পারভেজ সবুজ, ফজলুল হক ধলা, মনিরুজ্জামান লাবু, প্রতিষ্ঠাতা সদস্য রায়হান সরকার, ম্যানেজিং কমিটির সদস্য বিল্লাল হোসেন, আব্দুস সালাম, বছির উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশে শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
Leave a Reply