ভূঞাপুর প্রতিনিধিঃ বিশ্ব বাজারসহ দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে নির্ধারিত মূল্যে ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে টাঙ্গাইলের ভূঞাপুরে বাস মালিক-শ্রমিক ও ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সাথে আলোচনা সভা করেছেন ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম। সভায় বাস যাত্রী ও গ্রাহকদের সাথে অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা বা বিশৃঙ্খলা না ঘটে সেদিকে সর্তক থাকাসহ নানাধিক পরামর্শ দেওয়া হয়। এছাড়াও ভিডিও বার্তাতেও সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়েছে।
সোমবার (৮ আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় ভূঞাপুর থানা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া সভায় বাসের ড্রাইভার-হেলপার নিয়োগে সচেতনতামূলক বাস মালিকদের পরামর্শ এবং বাসে ডাকাতি, যাত্রীদের হয়রানি ও ধর্ষণ সংক্রান্ত অপরাধমূলক কর্মকান্ড না ঘটে সে বিষয়টিও গুরুত্বসহকারে তুলে ধরে পরামর্শ প্রদান করে।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে আমাদের দেশেও বৃদ্ধি পেয়েছে। এ সংকট থাকবে না। তেলের দাম বৃদ্ধির ফলে বাস কাউন্টার ও ফিলিং স্টেশনগুলোতে যেন কোন ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় বা ঘটে সেলক্ষ্যে বাস মালিক-শ্রমিক ও ফিলিং স্টেশন কর্তৃপক্ষের আলোচনা সভা করা হয়েছে। অপরাধরোধে নিরলসভাবে কাজ করছে থানার চৌকস পুলিশ সদস্যরা।
এদিকে, ৯ আগস্ট মঙ্গলবার দেশব্যাপি ১০ই মহরম পবিত্র আশুরা উপলক্ষে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) ও পিপিএম (বার) নির্দেশনা অনুযায়ী ভূঞাপুর উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলার অবনতি না ঘটে সেটি রক্ষার্থে ভূঞাপুর উপজেলারবাসীর উদ্দেশ্যে ভিডিও বার্তায় সচেতনতামূলক পরামর্শ প্রদান করেছেন ওসি ফরিদুল ইসলাম। আইনশৃঙ্খলা ঠিক রাখতে সকলের সহযোগিতাও চেয়েছেন তিনি।
Leave a Reply