-
- অন্যান্য দল, টাংগাইল, টাংগাইল সদর, রাজনীতি
- টাঙ্গাইলে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল
- প্রকাশের সময় : আগস্ট, ১০, ২০২২, ১২:০৬ অপরাহ্ণ
- 116 বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ গতকাল ৯ আগস্ট ২০২২ মঙ্গলবার, বাদ আছর টাঙ্গাইলের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ চত্বরে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ এবং বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে জেলা সভাপতি মুহাম্মদ আকবর আলী এবং দাওয়াহ ও প্রচার সম্পাদক মুহাম্মদ শাহিনুর ইসলামের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি মুহাম্মদ আকবর আলী বলেন, আওয়ামীলীগ ক্ষমতা গ্রহণের সময় বিদেশি ঋণ ছিল ৭১২ কোটি ডলার। বর্তমানে তা দাঁড়িয়েছে ৯৩২৩ কোটি ডলারে। ঋণনির্ভর উন্নয়ন করে সরকার গণপ্রতারণা করছে। স্বাধীনতার ৫১ বছর পরেও বাংলাদেশের জ্বালানি নীতি পুরোপুরি আমদানি নির্ভর। বিদেশে টাকা পাচারের জন্যই সরকার আমদানিনীতি গ্রহণ করেছে।
অন্যান্য বক্তারা বলেন, তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে জিনিসপত্রের দাম বাড়লে ৯ কোটির বেশি মানুষ গরিব হওয়ার ঝুঁকিতে পড়বে। সরকারের অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সরকার আইসিইউতে আছে। তারপরও সরকার জনগণকে শোষণের মানসিকতা পরিহার করতে পারেনি। জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। জনগণ ঘুরে দাড়ালে আখের রক্ষা হবে না।
অন্যান্য বক্তারা আরও বলেন, দেশে তেলের মূল্যবৃদ্ধি জনগণকে হতাশ করেছে। গণবিরোধী সরকারের ঐক্যবদ্ধভাবে পতন ঘটাতে হবে। স্বাধীনতার ৫১ বছরে জনগণের সরকার প্রতিষ্ঠা হয়নি। সবাই দুর্নীতিবাজ, চোর ও ডাকাত সরকার হিসেবে পরিচিতি পেয়েছে। পীর সাহেব চরমোনাই’র নেতৃত্বে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন জেলার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আকরাম আলী, জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব আনিসুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মুহাম্মদ শাহিনুর ইসলাম, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সেক্রেটারি মাওলানা ইসমাইল হোসেন, ইসলামী যুব আন্দোলনের জেলা সহ-সভাপতি মাওলানা ইউসুফ আল জ্বিহাদী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি ফয়সাল আহমাদ প্রমুখ।
এছাড়াও জেলা নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় মসজিদ থেকে ফলপট্টি রোড হয়ে বড় কালিবাড়ি রোড হয়ে পুরাতন বাসস্ট্যান্ড হয়ে নিরালা মোড়ের (শহিদ মিনার) সামনে জেলা কার্যালয়ের সামনে মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।
এ বিভাগের আরো সংবাদ
Leave a Reply