চাপড়ীতে চোর আটক, পুলিশে সোপর্দ

বিশেষ প্রতিনিধিঃ মধুপুর ও ঘাটাইল উপজেলার সীমান্তবর্তী এলাকা ঘাটাইলের সংগ্রামপুর ইউনিয়নের চাপড়ী গ্রামে গতরাতে এক চোরকে এলাকাবসী আটক করেছে ।

তিজনের এ চোর দলের মধ্যে আটককৃত এ চোরের না আরিফ হোসেন বলে জানাগেছে । আটকৃত এ চোর কুখ্যাত জহু ডাকাতের ছেলে বলে জানিয়েছে স্থানীয়রা।

ঘটনার বিবরণীতে জানাযায়, গত ৮ জুলাই রাতে এ চোর দলেরা চাপড়ী গ্রামের সোহরাব আলীর বাড়ির খাবারের লবনের মধ্যে চেতনানাশক ঔষধ প্রয়োগ করে আসে আর এ লবন পরিবারের লোকজন খেলে সকলেই জ্ঞান হারিয়ে ফেললে প্রতিবেশিরা তাদেরকে প্রথমে চিকিৎসার জন্য মধুপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রেরন করে । এ সুযোগে বাড়ি খালি পেয়ে চোর দল ঐ বাড়িতে প্রবেশ করলে উৎপেতে থাকা এলাকার লোকজন একযোগে চোরদরকে ধাওয়া করলে চোরেরা দৌড়ে পালাতে গেলে এক পর্যায়ে আরিফ নামের এ চোরকে জনতা ধরে ফেলে। এবং সাথে থাকা অপর দুইচোর পালিয়ে যেতে সক্ষম হয়। পরে সকালে জনতার হাত থেকে উদ্ধার করে তাকে মধুপুর পুলিশে সোপর্দ করা হয় ।

উল্লেখ্য আরিফের স্বীকারোক্তিতে পাশ্ববর্তী গ্রাম রসুলপুর থেকে আর এক চোর আ: মান্নানের ছেলে সুজনকেও জনতা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে । সুজন এর আগের ঘটে যাওয়া চুরির সাথে জড়িত বলে জানায় আরিফ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap