নিজস্ব প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষক সমিতির প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে ও টাঙ্গাইল সদর উপজেলা শাখার সার্বিক সহযোগিতায় ৯ আগস্ট, মঙ্গলবার সকালে টাঙ্গাইল সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ভবনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, টাঙ্গাইল জেলা শাখার সাবেক সভাপতি ও সাপ্তাহিক ‘কালের স্বর’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক কবি শামছুজ্জামান জামান।
সভায় আগামী ১৫ আগস্টকে সামনে রেখে জাতীয় শোক দিবস সফলতার সঙ্গে উদযাপন করার লক্ষে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, টাঙ্গাইল জেলা শাখার নির্বাহী সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক হাজী মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশ, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, মহিলা বিষয়ক সম্পাদক কামরুন্নাহার খান মুন্নি, সহ-অর্থসম্পাদক রাশেদুজ্জামান, টাঙ্গাইল সদর উপজেলা শাখার নির্বাহী সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মাকসুদ আলী খান, যুগ্ম সম্পাদক মোঃ জিয়াউর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাব সদস্য সাংবাদিক সাঈদুর রহমান সুইট, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, টাঙ্গাইল জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ রেজাউল করিম, দপ্তর সম্পাদক আব্দুল আলীম শিকদার,
কাব স্কাউটিং সম্পাদক শহীদুর রহমান শহীদ, জেলা শাখার সম্মানিত সদস্য শ্যামল কুমার চক্রবর্তী, মোঃ আইয়ুব আলী, টাঙ্গাইল সদর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন, সহ-সভাপতি আতিকুর রহমান মিঠু, নির্বাহী সম্পাদক রাকিবুল ইসলাম রিপন, সিনিয়র যুগ্ম সম্পাদক সালমিন আক্তার, সহ সম্পাদক মিজানুর রহমান, শিক্ষা সম্পাদক ঈমান আলী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রমা নাথ দাস, দপ্তর সম্পাদক প্রসূন বর্মণ,
সাহিত্য সম্পাদক মঞ্জুরুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক জালাল উদ্দিন, আইসিটি সম্পাদক মির্জা সফর উদ্দিন কাফি, কল্যানট্রাস্ট সম্পাদক জায়েদুর রহমান তুহিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শফিকুর রহমান নসিব, সদস্য সুব্রত সাহা, আলমগীর হোসেনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
Leave a Reply