সখীপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে সংরক্ষিত বনের ৬০পিস শাল গজারি গাছ জব্দ করেছে বন বিভাগ। বুধবার সকালে উপজেলার যাদবপুর ইউনিয়নের লাঙ্গুলিয়া বংশীবাড়ী চালার মাতের বাড়ির পাশ থেকে এসব গাছ জব্দ করেন ডিবি গজারিয়া’র বিট কর্মকর্তা মোশারফ হোসেন। জব্দকৃত গাছের আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা। স্থানীয় কাঠ ব্যবসায়ী আরিফুল ইসলাম পানু কাঠগুলো প্রাচার করার উদ্দেশ্যে ওই জায়গায় মওজুত করে রাখেন বলে এলাকাবাসী সূত্রে জানা যায়।
ডিবি গজারিয়া’র বিট কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, খবর পেয়ে বুধবার সকালে গাছগুলো জব্দ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে বন আইনে মামলার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা এরশাদুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
Leave a Reply