টাঙ্গাইলে ভেঙ্গে ফেলা হচ্ছে ঐতিহ্যবাহী ঘ্যাগের দালান স্থাপনা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ছিল ঘ্যাগের দালান। শহরের প্রধান তিনটি সড়ক জেলা সদর রোড, ভিক্টোরিয়া রোড ও মেইনরোড এসে মিলিত হয়েছিল ঘ্যাগের দালানে। যে কারণে শহরের এই গুরুত্বপূর্ণ অংশটি ঘ্যাগের দালান মোড় নামেই সমাধিক পরিচিত ছিল। বর্তমানে যেটা শহরের নিরালা মোড়। সেটাই ছিল ঘ্যাগের দালান মোড়।

এটি জেলার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। আমরা, আমাদের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ স্থাপনাটি রক্ষা করতে পারিনি।

টাঙ্গাইল শহরের অতি নিকটবর্তী স্থানে ছিল সন্তোষ জমিদার বাড়ি। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আধুনিক ইমারত করতে গিয়ে ভেঙে ফেলা হয়েছে শতাব্দী প্রাচীন সন্তোষ জমিদার বাড়িটি। জমিদার বাড়িটির কোন চিহ্নই এখন আর অবশিষ্ট নেই।

টাঙ্গাইল শহরের মসজিদ রোডে অবস্থিত ছিল টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদ (বড় মসজিদ)। প্রাচীন মুসলিম স্থাপনার উৎকৃষ্ট উদাহরণ ছিল মসজিদটি। মোঘল স্থাপত্যের আদলে করা, মসজিদটি ছিল অত্যন্ত দৃষ্টিনন্দন। সেটিও ভেঙে করা হচ্ছে আধুনিক ইমারত।

প্রাচীনকাল থেকেই ব্যবসা বানিজ্যের প্রসার আর যোগাযোগ ব্যবস্থার সুবিধার জন্য বাংলাদেশের বেশিরভাগ শহরগুলো গড়ে উঠত নদী তীরবর্তী অঞ্চলে। এরকমই একটি শহর টাংগাইল। বাংলাদেশের কেন্দ্রে অবস্থিত ঢাকা-ময়মনসিংহ নিকটবর্তী এ অঞ্চলটি যমুনা, ধলেশ্বরী, ঝিনাই, বংশাই, লৌহজং, এলেংজানি, জুগনি, ফটিকজানি এবং তুরাগনদী সহ অসংখ্য নদী দ্বারা বেষ্টিত।

উপনিবেশিক সময়ে ভূস্বামীরা এ অঞ্চলে লৌহজং নদী তীরে (বর্তমান টাংগাইল শহর) এদের নগর প্রকল্প শুরু করে। পরবর্তীতে এ অঞ্চলের স্বনামধন্য মিষ্টি, তাঁতশাড়ি, কাসাশিল্প, নৌশিল্পসহ আরো অনেক শিল্পের প্রসার ঘটে।

শিল্পভিত্তিক এ অঞ্চল পরবর্তীতে পরিণত হয় ব্যবসার কেন্দ্র হিসেবে। কিন্তু সময়ের সাথে সাথে বদলে যায় সব।

রাজনীতি আর সমসাময়িক উন্নতির নামে ভেঙে ফেলা হয় বহু ঐতিহাসিক নিদর্শন, কেটে ফেলা হয় বহু (শতবর্ষী) বট ও পাকুড় গাছ। (টাংগাইল শহরকে বলা হতো বট-পাকুড়ের শহর) শহরটির ঐতিহ্যবাহী ভবনও ভূ-দৃশ্য বিনষ্ট করায় শহরের দৃশ্যগত ব্যাপক পরিবর্তন হতে থাকে।

বর্তমানে টাঙ্গাইল শহরের কিছু কিছু জায়গায় পুরাতন ধাচের অবকাঠামো থাকলেও বেশিরভাগ জায়গাই এ শহরের স্থানীয় দৃশ্যের সাথে মিলে না। এখন জেলায় কোন রকমে টিকে আছে, অলোয়া জমিদার বাড়ি, করটিয়া জমিদার বাড়ি, আতিয়া জামে মসজিদ সহ বেশ কয়েকটি প্রাচীন ইমারত।

টাঙ্গাইল শহরের ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় শতাব্দি প্রাচীন এই ইমারতগুলো রক্ষার জোর দাবি জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap