সখীপুরে কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে সখীপুরে এক কলেজছাত্রীকে অপহরণ করে দীর্ঘ দিন আটকে রেখে ধর্ষণ মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

গত মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি সখীপুর উপজেলার রতনপুর গ্রামের দরবেশ আলীর ছেলে বাদল মিয়া (৪৫)।

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রীকে বাদল ২০১৭ সালের ১১ জানুয়ারি ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায়। এ সময় তাকে পরিত্যক্ত ঘরে প্রায় ছয় মাস আটকে রেখে ধর্ষণ করে। পরে একই বছর ২৯ জুলাই ভুক্তভোগী ছাত্রীকে গুরুতর অসুস্থ অবস্থায় ওই ঘর থেকে উদ্ধার করা হয়।

এরপরে ভুক্তভোগী ছাত্রীর ভাই বাদী হয়ে সখীপুর থানায় বাদল মিয়াকে আসামি করে মামলা দায়ের করেন। বাদল মিয়া গ্রেপ্তার হওয়ার পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) শামসুল ইসলাম ২০১৮ সালের ১ জুন বাদল মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মোহাম্মদ আব্দুল কুদ্দুস জানান, এ মামলা চলাকালে আসামি বাদল মিয়া জামিনে মুক্তি পান। এরপর থেকে পলাতক রয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap