আশুগঞ্জে ৩ মাদক ব্যবসায়ী ২৮ কেজিগাঁজা‘সহ আটক

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ ছাবির উদ্দিন রাজুঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ২৮ কেজি মাদকদ্রব্য গাঁজা’সহ ০৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প।

জানা যায়, ০৯ ফেব্রুয়ারি ২০২২ইং তারিখে ১০.৪৫ ঘটিকা র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন টোলপ্লাজা পূর্ব দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী শ্রী অনুপ কুমার মোহন্ত(২৬), পিতা-শ্রী গোপেশ চন্দ্র মোহন্ত, মোঃ জুয়েল দেওয়ান(৩৭), পিতা-মোঃ নজরুল দেওয়ান, উভয় সাং-রাইগাঁ, থানা-মহাদেবপুর, জেলা-নওগাঁ, মোঃ হৃদয়(২৮), পিতা-আব্দুল মতিন, সাং-বলাইয়া, থানা-রুপগঞ্জ, জেলা-নারায়নগঞ্জগণকে আটক করেন। এসময় ধৃত আসামীগণের দখল হতে ২৮ কেজি মাদকদ্রব্য গাঁজা ও ০১ প্রাইভেটকার ও ০১টি মোটরসাইকেল এবং মাদক বিক্রয়ের নগদ ৭০০০ টাকা’সহ উদ্ধার করে জব্দ করা হয়। ধৃত আসামীগণ দীর্ঘদিন যাবৎ হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap