নিজস্ব প্রতিনিধিঃ সখীপুরে এক কলেজছাত্রীকে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাদল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার গাজীপুরের চন্দ্রা এলাকা থেকে র্যাব টাঙ্গাইল-১২ তাকে গ্রেপ্তার করে।
আসামী বাদল মিয়া সখীপুর উপজেলার রতনপুর গ্রামের কাশেম বাজার এলাকার দরবেশ আলীর ছেলে। বাদল মিয়া ১৭ সালের ১১ জানুয়ারি তার প্রতিবেশী ভাতিজি কলেজছাত্রীকে অপহরণ করে পরিত্যক্ত একটি বাড়িতে ছয় মাস আটকে রেখে ধর্ষণ করে।
পরে ২৯ জুলাই পরিত্যক্ত ঘর থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই ছাত্রীর ভাই সখীপুর থানায় বাদল মিয়াকে আসামি করে ধর্ষণ মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সে জামিনে মুক্তি পেয়ে পলাতক ছিল।
ওই মামলায় নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের বিচারক ইয়াসমিন বাদল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক বছর কারাদণ্ডের আদেশ দেন। সখীপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, কলেজছাত্রী ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাদল মিয়াকে র্যাবের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে।
Leave a Reply