নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে ঘাটাইলের ওসিকে ২৪ ঘণ্টার মধ্যে বদলি করার হুমকি দিয়েছেন সাগরদিঘী ইউপি চেয়ারম্যান।
জানা গেছে, ঘাটাইলের সাগরদিঘী ইউপি চেয়ারম্যান হেকমত সিকদারের নানা অনিয়ম, দুর্নীতি, হয়রানির প্রতিবাদে এলাকাবাসী ৪ আগস্ট সাগরদিঘী চৌরাস্তা মোড়ে মানববন্ধন করে। এ সময় চেয়ারম্যানের নেতৃত্বে হামলা করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে ২ রাউন্ড ফাঁকা গুলি টিয়ারশেল নিক্ষেপ করতে হয়। ওই ঘটনায় এলাকাবাসীর পক্ষে মামলা রুজু হলে বেশ কয়েকজনকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়। এতে ইউপি চেয়ারম্যান ওসির প্রতি নাখোশ হয়ে তাকে ২৪ ঘণ্টার মধ্যে বদলি করে থানায় যাবে বলে হুমকি দেন।
ইউপি চেয়ারম্যান হেকমত সিকদার অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কী ওসিকে সরাতে পারব।
ওসি মো. আজহারুল ইসলাম সরকার বলেন, আমার কাছেও অনেকে বলেছে আমি শুনেছি।
Leave a Reply