নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে মাদ্রাসা ছাত্র সিফাত মিয়া (১৩) হত্যার ঘটনায় মঙ্গলবার রাতে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার জামুর্কী ইউনিয়নের কাটরা গ্রামের মাে. হাবিব মিয়ার ছেলে মেহেতাব মিয়া (১৮) এবং ভাতগ্রাম ইউনিয়নের গােড়াইল গ্রামের মৃত হাবিবুর রহমান সিদ্দিকীর ছেলে আবু তালেব সিদ্দিকী (৭০)।
পুলিশ জানায়, সিফাত উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গােড়াইল দক্ষিনপাড়ার শহিদ মিয়ার ছেলে। সে সদরের আফাজ উদ্দিন দারুল উলুম দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র। গত সােমবার ২৯ আগষ্ট বিকেলে সিফাত তার বন্ধু নুরুল আমিনকে নিয়ে মির্জাপুর বংশাই রােডে রেলক্রসিং এলাকায় চটপটি খাছিলাে। এ সময় দুইজন এসে সিফাতকে ডেকে নিয়ে যায়। পরে রাত আনুমানিক বারােটার দিকে ত্রিমােহন মাঝিপাড়ার একটি ধইঞ্চা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
সিফাতের বাবা শহীদ মিয়া মঙ্গলবার অজ্ঞাতনামাদের আসামী করে থানায় লিখিত অভিযােগ করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাইদ বলেন, গ্রেফতারকৃত মেহেতাব প্রাথমিকভাবে স্বীকারোক্তি দিয়েছে। পরে তাকে ১৬৪ ধারায় জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে। অপর আসামী আবু তালেব সিদ্দিকীকে সাতদিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply