নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে ৩ দিনের ব্যবধানে আবারো দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। ৩০ আগস্ট মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কালিদাস গ্রামের খামারচলা এলাকায় আশরাফুল ইসলাম লেবুর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
আশরাফুল ইসলাম লেবু সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের (পিএস) আসাদুজ্জামান লিটনের বাবা।
পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো তিনি ও তার স্ত্রী রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। ধারণা করা হচ্ছে রাত আনুমানিক ৩ টার দিকে গ্রীলের তালা কেটে ঘরে প্রবেশ করে চোর।
তাঁরা গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় চোরেরা একটি টিভি, ৩ টা মোবাইল, ৬ ভরি স্বর্ণের গহনা ও নগদ অর্থসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সখীপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, ঘটনা শুনেছি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য গত ২৮ আগস্ট রাতে উপজেলার হাতিবান্দা ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের বাড়িতেও চুরির ঘটনা ঘটে।
Leave a Reply