নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে দৈনিক মজলুমের কণ্ঠ পত্রিকার ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে কেককেটে এ দিবস পালন করা হয়। অনুষ্ঠানে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় অন্যদের মধ্যে প্রেসক্লাব সভাপতি অধ্যাপক ইকবাল গফুর, সাবেক সভাপতি ও সখীপুর বার্তার সম্পাদক শাকিল আনোয়ার, সহ সভাপতি ফজলুল হক বাপপা, তাইবুর রহমান, সম্পাদক সাজ্জাত লতিফ, দৈনিক মজলুমের কণ্ঠ’ র নিজস্ব প্রতিনিধি ও নিউজ টাঙ্গাইল এর সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু, সাবেক সম্পাদক মামুন হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সানি, নজরুল ইসলাম নাহিদ, মোজাম্মেল হক সজল, শরীফুল ইসলাম,মাহমুদুল হাসান রিমন, ইসমাইল হোসেন, আমিনুল ইসলাম, সজল আহমেদ, শরিফুল ইসলাম বাবুল, জাহিদ হাসান , রিজভী সিকদার শান্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply