নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার (১লা সেপ্টেম্বর) সন্ধ্যায় অস্থায়ী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয় আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেককাটা হয় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান ও জেলা কমিটির আহবায়ক এডভোকেট আহমেদ আযম খান।
উপজেলা বিএনপির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা শাজাহান সাজু সভাপতিত্বে আলোচনায় অংশ নেন যুগ্ম আহবায়ক আকবর হোসেন, পৌর বিএনপি আহবায়ক নাছির উদ্দিন, সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা বাছেদ মাস্টার, পৌর বিএনপির সদস্য সচিব মীর আবুল হাশেম আজাদ, কালিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আবদুর রাজ্জাক বাবু, উপজেলা ছাত্রদলের আহবায়ক একাব্বর হোসেন প্রমুখ।
অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক কামরুল সিকদার, সদস্য সচিব কায়সার কাশেম, যুগ্ম আহ্বায়ক সরকার সুমনসহ উপজেলা পৌরসভার ও বিভিন্ন ইউনিয়নের বিএনপির প্রায় শতাদিক নেতা কর্মী এ কর্মসূচিতে অংশ নেয়।
Leave a Reply