পুলিশ কখনো শান্তিপ্রিয় মানুষকে গুলি করেনা, তারা গুলি করে আত্মরক্ষার জন্য-কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধিঃ পুলিশ কখনো শান্তিপ্রিয় মানুষকে গুলি করেনা, তারা যখন গুলি করে তা আত্মরক্ষার জন্য। পুলিশ ও এদেশের জনগণ তাদের আত্মরক্ষার জন্য যেকোন মূল্যে দেশকে স্থিতিশীল এবং যারা শান্তিপ্রিয় মানুষ তাদেরকে রক্ষায় দেশকে এগিয়ে নিয়ে যাবে। যারা শান্তি চায়না, দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের পরিণাম আইনের মাধ্যমে ভোগ করতে হবে।

শনিবার বিকেলে টাঙ্গাইলের সখীপুরে কাহার্তা ধূমকেতু মাঠে আবদুর রাজ্জাক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এসব কথা বলেন। এটাই নাকি শেষ লড়াই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, এটাই শেষ লড়াই নয়, শেষ লড়াই হয়েছে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে। তারপর যা হয়েছে তা হত্যাকাণ্ড।

তিনি বলেন, বাংলাদেশ খাদে পড়েনি খাদে পড়েছেন আপনারা। আপনারা খাল ও নদীর পানিতে ডুবে হাবুডুবু খাচ্ছেন। শুধু নাক জেগে আছে। আবার যদি দেশকে অস্থিতিশীল করতে চান তাহলে খালের পানিতে ডুবে যাবেন, আমরা তা চাইনা।

মন্ত্রী আরো বলেন, সুস্থ সুন্দর সমাজ গড়তে এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে চলতে খেলাধুলার বিকল্প নেই। তাই বেশি বেশি খেলাধুলা ও শুদ্ধ সংস্কৃতির আয়োজন করতে হবে।

এ সময় স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, জেলা প্রশাসক ড.আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, সাধারণ সম্পাদক অনুপম শাজাহান জয়, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, প্রকৌশলী আতাউল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

খেলায় ধনবাড়ী একাদশ সখীপুর ক্রিড়া ঐক্য একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পরে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap