নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের দেলদুয়ারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সিয়াম নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে দেলদুয়ার-পাকুল্লা সড়কে ফায়ার সার্ভিস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় সিয়ামের বন্ধু রানা গুরুতর আহত হয়েছেন। নিহত সিয়াম উপজেলার ফাজিলহাটী এলাকার সানোয়ার হোসনের ছেলে।
সিয়াম এ বছর লাউহাটী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, সিয়াম ও রানা দুই বন্ধু মোটরসাইকেল যোগে পাকুল্লা থেকে রাতে বাড়ি ফিরছিল।
পথিমধ্যে দেলদুয়ার-পাকুল্লা সড়কের ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।
সিয়ামের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত রানাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Leave a Reply