নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরে পুকুর থেকে হাসনা বেগম (৮৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে গোপালপুর থানা পুলিশ। রবিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের শাহপুর গ্রামের এক পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত মতিয়ার রহমানের স্ত্রী।
প্রতিবেশি ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধা হাসনা বেগমের স্বামী মারা যাওয়ার পর ছেলের রান্না ঘরে থাকতেন। বয়সের কারণে একা চলতে পারতেন না। রান্না ঘরে একাই বসবাস করত সে। মাঝে মধ্য মেয়ের শ্বশুড় বাড়ী গিয়েও থাকতেন হাসনা বেগম।
বৃদ্ধার মেয়ে শামছুন্নাহার জানান, মায়ের কষ্টের কথা ভেবে ভাইয়ের বাড়ী থেকে মাকে নিয়ে তার স্বামীর বাড়ী রেখে ছিলেন। কিছুদিন আগে ভাই জোর করে মাকে নিজের বাড়ি নিয়ে যায়। রবিবার সকালে একটি পুকুরে মরদরহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
এ ব্যাপারে গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন জানান, ঘটনাস্থল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply