ক্রীড়া ডেস্কঃ লোকেশ রাহুল ও রোহিত শর্মার জুটি পাওয়ার প্লের প্রথম ছয় ওভার শেষ করে আসতে না পারলেও বড় পুঁজির আভাস দেয়। দারুণ শুরুর পর ইনিংসের মাঝপথে ছন্দপতন হয়েছিল, তারপরও স্কোর ১৮১। ইনিংস বিরতিতে ভারত নিশ্চিতভাবে পাকিস্তানের চেয়ে এগিয়ে ছিল। কিন্তু তাদের হিসাবনিকাশ পাল্টে দেন মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ নওয়াজ। দুজনের ব্যাটিং ঝড় অবদান রাখে ম্যাচ জয়ে।
এক বল হাতে রেখে ৫ উইকেটে এশিয়া কাপের সুপার ফোরে জয় দিয়ে শুরু করেছে পাকিস্তান। রিজওয়ান ৫১ বলে ৭১ রান করেন এবং নওয়াজ ২০ বলে করেন ৪২ রান। ম্যাচ শেষে পরাজিত দলের অধিনায়ক রোহিত শর্মা স্বীকার করলেন, পাকিস্তান তাদের চেয়ে ভালো খেলেছে। কারণ এই পিচ আর কন্ডিশনে ১৮০ ভালো একটা স্কোর।
ভারতীয় অধিনায়ক বললেন, ‘আমার মনে হয়, এটা ভালো স্কোর ছিল। যে কোনও পিচ, যে কোনও কন্ডিশনে ১৮০ ভালো স্কোর। আজ আমরা অনেক কিছু শিখলাম- কী মানসিকতা লাগে এই ধরনের রান আটকাতে। আমি বলতে চাই, পাকিস্তানকে কৃতিত্ব দিতেই হয়। তারা আমাদের চেয়ে ভালো খেলেছে।’
নবম ওভারে ৬৩ রানে পাকিস্তানের দুই উইকেট তুলে নেয় ভারত। এরপর উইকেট পেতে দীর্ঘ অপেক্ষা। নওয়াজ ও রিজওয়ান ৭৩ রানের ঝড়ো জুটি গড়েন। মাঝের দিকে উইকেট না পাওয়াই হারের অন্যতম কারণ বললেন রোহিত, ‘আমরা জানি, এই ধরনের ম্যাচে প্রচুর চাপ থাকে। সবসময় এমন ম্যাচে নিজেকে ধরে রাখতে হয়। এই ধরনের ম্যাচ আপনার অনেক কিছু নিংড়ে নেয়। রিজওয়ান ও নওয়াজের বড় জুটির সময়ও আমরা শান্ত ছিলাম। কিন্তু তাদের জুটিটা বেশ বড় হয়ে গিয়েছিল এবং তারা চমৎকার ব্যাট করেছিল। এই ধরনের খেলা আপনার সেরাটা বের করে আনে। এটা আমাদের জন্য ভালো শিক্ষা।’
দলের ব্যাটিং নিয়ে ভারতীয় ওপেনার বললেন, ‘(বিরাটের) ফর্ম চমৎকার। অন্যরা আউট হওয়ার সময় কোনও একজনকে লম্বা সময় ব্যাটিং করতে হয়। সে সেটাই করেছে। দলের ওই মুহূর্তে বিরাটের স্কোর করা ছিল গুরুত্বপূর্ণ। হার্দিক ও ঋষভের পরপর উইকেট হারানোর দরকার ছিল না।’
Leave a Reply