সখীপুরে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের আয়োজনে দীক্ষাদান কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ সুন্দর বিশ্বের জন্য আমরা গার্ল গাইডস’ শীর্ষক শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সখীপুর উপজেলা শাখার আয়োজনে দীক্ষাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার ঘোনারচালা উচ্চ বিদ্যালয় হলরুমে এ আয়োজন করা হয়। দীক্ষাদান কর্মসূচিতে ৮০জন গার্ল গাইডসহ প্রায় তিনশতাধিক মেয়ে শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

উপজেলার কালিয়ান উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ও উপজেলা গার্ল গাইডস এসোসিয়েশনের কমিশনার আনোয়ারা খাতুন মিনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান বিএসসি। ঘোনারচালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আ. কাদের মর্ত্তুজা এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, সাড়াসিয়া বাসারচালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আ. কুদ্দুস মিয়া, ঘোনারচালা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারি শিক্ষক শাহনাজ আক্তার, বড়চওনা উচ্চ বিদ্যালয়ের শিল্পি আক্তার, কতুবপুর রওশন আলী উচ্চ বিদ্যালয়ের চায়না আক্তার, সাড়াসিয়া বাসারচালা উচ্চ বিদ্যালয়ের নাছিমা আক্তার, দারিপাকা উচ্চ বিদ্যালয়ের কনা আক্তার, ঢনঢনিয়া উচ্চ বিদ্যালয়ের মমতাজ আক্তার, বড়চওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কানিজ ফাতেমাসহ ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকমন্ডলীসহ অন্যান্য শিক্ষকমন্ডলীরা উপস্থিত ছিলেন।

ঘোনারচালা উচ্চ বিদ্যালয় মাঠে অংশ গ্রহণকারী গার্ল গাইডসদের সুসজ্জিত বৃত্তকে ঘিরে সৃষ্ট সুন্দর এক আবহে গাইড নেত্রীরা তাদের শিক্ষার্থীদের দীক্ষা প্রদান করেন। এ সময় গার্ল গাইডের নতুন সদস্যরাও ছিল পুলকিত ও আনন্দিত। গার্ল দীক্ষামন্ত্রের মাধ্যমে শিক্ষার্থীদের  দীক্ষা ব্যাজও তুলে দেয়া হয়।

সবশেষে গার্ল গাইড শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি, দেশের গান ও নৃত্য পরিবেশনায় অংশ গ্রহণকারীদের মধ্যে থেকে বিজয়ীদেরকে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap