নিজস্ব প্রতিনিধিঃ দুই বছরের আফরিন এখনও ঠিকভাবে কথা বলতে না পারলেও ‘তৈ-তৈ’ শব্দে হাঁস ডাকতে পারত। প্রতিদিন মায়ের সঙ্গে বংশাই নদীর পাড়ে গিয়েই তার হাঁস ডাকার এই অভ্যাস হয়েছে।
কিন্তু মঙ্গলবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নদীতে হাঁস নিয়ে গিয়ে আর ফেরেনি শিশুটি। উপজেলার রসুলপুর (হামকুড়া) গ্রামের মো. রিপন মিয়ার মেয়ে ইকরা জান্নাত আফরিন এদিন দুপুরে নদীতে পড়ে যায়।
মো. রিপন মিয়া বলেন, “মঙ্গলবার গামছা গলায় দিয়ে হাঁস নিয়ে নদীতে গিয়েছিল মেয়ে। নদীতে নেমে বহু খোঁজ করেছি, কিন্তু এখনও পাইনি।”
রিপন মিয়ার প্রতিবেশি নজরুল ইসলাম জানান, আফরিনের মা তাসলিমা অনেকগুলো হাঁস পালন করেন। প্রতিদিন তিনি হাঁস নিয়ে নদীতে গেলেও মঙ্গলবার আফরিনের বড় বোন হাঁস নিয়ে নদীতে যায়।
“তার সঙ্গে আফরিনও নদী পাড়ে চলে যায়। হঠাৎ বড় বোনের অগোচরে নদীতে পড়ে যায় শিশুটি।”
মঙ্গলবার স্থানীয়রা নদীতে নেমে তাকে খোঁজাখুঁজি করে না পেলে খবর দেওয়া হয় টাঙ্গাইল ফায়ার সার্ভিসকে।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল বুধবার সকাল থেকে অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।
স্থানীয় ইউপির সদস্য পাপিয়া বলেন, “শিশুটি ঠিকভাবে কথা না বলতে পারলেও নদীরপাড়ে তৈ তৈ বলে হাঁস ডাকত।”
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের লিডার মিজান খন্দকার বলেন, “উদ্ধার অভিযান চলমান রয়েছে। নদীতে স্রোত থাকায় অনেক দূর পর্যন্ত খুঁজতে হচ্ছে।”
Leave a Reply