নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে পাকুল্যা-লাউহাটী প্রায় ১০ কিলোমিটার সড়কের পূর্ণবাসন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ উপলক্ষে পাকুল্যা বাজারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় জামুর্কী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইলিয়াস আহমেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান, জামুর্কী ইউপি চেয়ারম্যান ডি.এ মতিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোজাহিদুল ইসলাম মনির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, জামুর্কী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদ রেজাউল করিম জরিপ প্রমুখ বক্তৃতা করেন।
সড়কটির ৯.৬৫ কিলোমিটার পূর্ণবাসন কাজ আরটিআইপি-২ এর আর্থিক সহায়তায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে টাঙ্গাইলের মেসার্স ইব্রাহীম কনস্ট্রাকশন জেভি মেসার্স সানভি ট্রেডার্স বাস্তবায়ন করবে । এতে নির্মাণ ব্যয় ধরা হয়েছ ৭ কোটি ৪৮ লাখ ১৫ হাজার ৭৬ টাকা।
Leave a Reply