নাগরপুরে আওয়ামীলীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে ব্যানার ফেস্টুন ছেড়ার অভিযোগ

নাগরপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভা কেন্দ্র করে উপজেলা চত্বরে নেতাকর্মীদের সাটানো বিভিন্ন ব্যানার ফেস্টুন ছেড়ার অভিযোগ উঠেছে। শনিবার (১০ সেপ্টেম্বর) উপজেলা মিলনায়তনে উপজেলা আ.লীগ এর বর্ধিত সভা অনুষ্ঠিত হয় এবং এই উপলক্ষে আগের দিন রাতে নেতাকর্মীদের বিভিন্ন ব্যানার ফেস্টুনে ছেয়ে যায় পুরো উপজেলা পরিষদ প্রাঙ্গন। কিন্তু ভোর হতেই দেখা যায় সকল ব্যানার ফেস্টুন ছেড়া অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। বঙ্গবন্ধু ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন পর্যন্ত বিকৃতি করা হয়েছে বলে নেতাকর্মীদের অভিযোগ। দলীয় সূত্র বলছে, টাঙ্গাইল জেলা আ.লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. জোয়াহেরুল ইসলাম এমপি, আ.লীগ কেন্দ্রীয় উপকমিটি সহ সম্পাদক ও টাঙ্গাইল জেলা আ.লীগ সিনিয়র সদস্য তারেক শামস খান হিমু, নাগরপুর উপজেলা আ.লীগ সভাপতি মো: জাকিরুল ইসলাম উইলিয়াম ও সাধারণ সম্পাদক মো: কুদরত আলী সহ অন্যান্য নেতাকর্মীদের ছবি সংশ্লিষ্ট প্রায় দুই শত ব্যানার ফেস্টুন নষ্ট করে ফেলা হয়েছে। সংশ্লিষ্ট নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, এ ঘটনায় তারা অত্যন্ত মর্মাহত ও দুঃখিত। এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে তারা।

এ বিষয়ে তীব্র নিন্দা জানিয়ে নাগরপুর উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো: কুদরত আলী বলেন, বর্ধিত সভা কেন্দ্র করে লাগানো ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলার ফ

ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। এ ধরনের ঘটনা বিগত সময়ে কখনো ঘটেনি। একটি মহল বিএনপি-জামায়াত এর সাথে মিলিত হয়ে রাতের অন্ধকারে এই জঘন্যতম কাজ করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননার এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

উল্লেখ্য, পরবর্তীতে নাগরপুর উপজেলা আ.লীগ আয়োজিত বর্ধিত সভা সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে। নাগরপুর উপজেলা আ.লীগ সভাপতি মো: জাকিরুল ইসলাম উইলিয়াম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: কুদরত আলী’র সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. জোয়াহেরুল ইসলাম এমপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap