নাগরপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আ.লীগের সম্মেলন সফল ও সকল ইউনিয়নের সম্মেলন তারিখ নির্ধারণ করার লক্ষ্যে উপজেলা আ.লীগ এর আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নাগরপুর উপজেলা আ.লীগ সভাপতি মো: জাকিরুল ইসলাম উইলিয়াম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: কুদরত আলী’র সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. জোয়াহেরুল ইসলাম এমপি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আ.লীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রিয়াজ উদ্দিন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সাংগঠনিক সম্পাদক বাবু সুভাষ চন্দ্র সাহা, জামিলুর রহমান মিরন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটু এমপি, আ.লীগ কেন্দ্রীয় উপকমিটি সহ সম্পাদক ও টাঙ্গাইল জেলা আ.লীগ সম্মানিত সদস্য তারেক শামস খান হিমু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো: ইনসাফ আলী ওসমানী, সম্মানিত সদস্য এ্যাড. দাউদুল ইসলাম দাউদ সহ সকল ইউনিয়ন আ.লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দরা।
Leave a Reply